পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রোববার জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২৭ জন এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৫১ জন মেধাবীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রীসহ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রায়হান গফুর, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড. এম তাজুল হুদা ও সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
খাজা টিপু সুলতান বলেন, ২০০১ সালে বিশেষ উদ্দেশ্যে ২টি স্কুল নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। যা আজ ৯৭টি স্কুলে পরিণত হয়েছে। সেই বিশেষ উদ্দেশ্যে হলো ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটনো। একই সঙ্গে শুধু লেখাপড়া করলে আমি তৃপ্ত হচ্ছি না। তাই শিক্ষায় উন্নতির পাশাপাশি আত্মশুদ্ধি করতে হবে। এসা আত্মশুদ্ধির মাধ্যমে নিজের সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করি। তোমাদেরকে আহ্বান করবো সমস্ত খারাপ কাজকে বর্জন এবং সমস্ত ভাল কাজকে গ্রহণ করার জন্য। আর সেটা সম্ভব শিক্ষা এবং আত্মশুদ্ধির মাধ্যমে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।