Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডেস্ট্রিনেশন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন আজ

ডিসিসিআই’র ৬০ বছর পূর্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

দেশের সর্ববৃহৎ ও প্রাচীন বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র ৬০-বছর পূর্তি উপলক্ষে আজ রবিবার ‘ডেস্টিনেশন বাংলাদেশ’ শীর্ষক একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যবসা-বাণিজ্য এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আরো সাতটি থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি গবেষক, বাণিজ্য বিশ্লেষকবৃন্দ আলোচক এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থেকে নিজেদের পর্যবেক্ষন ও মূল্যায়ন উপস্থাপন করবেন। এ বাণিজ্য সম্মেলন উপলক্ষে একই ভেন্যুতে ‘ডেস্টিনেশন বাংলাদেশ ফেয়ার’ শিরোনামে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৩৫টির মত প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ