Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নভেম্বরে ড্যানিশ মন্ত্রী কাল আসছেন ডাচ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১:০২ এএম

এবার বাংলাদেশ সফরে আসছেন ডেনমার্কের উন্নয়নমন্ত্রী উলা টরনেস এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ। আগামীকাল আসছেন ডেনমার্কের উন্নয়নমন্ত্রী উলা টরসেন। আর নেদারল্যান্ডসের উন্নয়নমন্ত্রী আসবেন নভেম্বরের প্রথম সপ্তাহে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ড্যানিশ উন্নয়নমন্ত্রী উলা টরনেস আগামীকাল ৩ দিনের সফরে বাংলাদেশ আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করতে ডেনমার্কের উদ্যোগে পিফোরজি নামে একটি বৈশ্বিক সংস্থা কাজ করছে। বাংলাদেশ চলতি অক্টোবরে ওই সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত সপ্তাহে পিফোরজি’র সম্মেলনে অংশ নিয়েছেন। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সামনে নির্বাচনসহ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অংশ নিতে পারেননি। ওই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুগ্ধখাতের উন্নয়নে বাংলাদেশের মিল্কভিটার সঙ্গে ডেনমার্কের আরলার মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ড্যানিশ মন্ত্রী উলা টরনেসের বাংলাদেশ সফরে টেকসই সামাজিক উন্নয়ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও আশা করছেন ঢাকার কূটনীতিকরা। এছাড়াও তিনি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
অন্যদিকে, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগরিড কাগ আগামী ৫ নভেম্বর ৩ দিনের সফরে বাংলাদেশ আসতে পারেন। তবে ডাচ মন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ