পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিশুরা অপুষ্টিতে আক্রান্ত হলেই সর্বোচ্চ মাত্রা পুষ্টি সরবরাহ করা ঠিক নয়। আমাদের শিশু যতখানি অপুষ্টিতে আক্রান্ত হবে ঠিক ততটুকু সহনীয় মাত্রায় পুষ্টি প্রয়োগ করতে হবে। বেশি পুষ্টি প্রয়োগ করলে অপুষ্টিতে আক্রান্ত শিশুর দেহ গ্রহণ করতে পারে না। ক্ষেত্র বিশেষ বেশী পুষ্টি দেওয়ার ফলে শিশুর মৃত্যু হতে পারে ।
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে শিশুর অপুষ্টি বিষয়ে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনার বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার কলেজের লেকচার গ্যালারি-১’এ সেমিনাটির আয়োজন কলেজের শিশুরোগ বিভাগ।
সেমিনারে বক্তারা, বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোর শিশুরা কী ধরণের অপুষ্টিতে আক্রান্ত হয় তার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর লায়লা ইয়াসমিন সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শ্যামল দেবনাথ ও ডা. শায়ফা লুবনা মিলি।
বক্তারা বলেন, শিশুরা যে ধরণের পুষ্টির অভাবে আক্রান্ত হয়; তা দুটি উপায়ে পূরণ করা সম্ভব। অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ প্রেক্ষাপটে সরকারই শিশুদের মাঝে বিনামূল্যে পুষ্টি সরবরাহ করে থাকে। যদি কোন কারণে তা সরবরাহ বন্ধ হয় বা না পাওয়া যায় তবে চিকিৎসকরা তৈরি করে দিতে পারেন। সেমিনারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রফেসর ডা. মঞ্জুরুল কাদের, প্রফেসর ডা. মেহতাব উল ওদুদ খান, সহয়োগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার দেবনাথ, শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারসহ প্রায় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।