Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে বর্ধিত ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কঠোর আন্দোলনের হুমকি

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পরীক্ষা, পরিবহন, হল ফিসহ বিভিন্ন খাতে বর্ধিত ফি বাতিলের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বর্ধিত ফি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আগামী রোববারের মধ্যে দাবি মানা না হলে সোমবার থেকে কঠোর আন্দোলনের হুমকি দেয় তারা।
জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন খাতে বর্ধিত ফি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। আন্দোলনের একপর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জনের ষোঘণা দিয়ে প্রশাসন ভবনের গেটের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের সাথে একাত্ত্বতা ঘোষণা করেন। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদেরকে শান্তিপূর্ণ ভাবে দাবি আদায়ের আহ্বান করেন। দাবি মানা না হলে সোমবার থেকে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে মঙ্গলবারের মতো কর্মসূচি শেষ করে ।
ছাত্রলীগের একাত্ত্বতার বিষয়টি হাস্যকর আখ্যায়িত করে প্রশাসনিক এক কর্তাব্যক্তি বলেন, ফি বৃদ্ধির সময় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলেই এটা করা হয়েছিল।
এবিষয়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, আমাদের সাথে কথা হয়েছিল কিন্তু এত বৃদ্ধি করা হবে সে বিষয়ে আমাদের অবহিত করা হয়নি।
এবিষয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতি রেখে ফি বৃদ্ধি করা হয়েছে। আর যেটা করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় পরিবারের স্বার্থেই করা হয়েছে। ফি কমানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আপাতত এবিষয় নিয়ে কিছু ভাবছিনা। কেননা এটা একটা মিমাংসিত বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ