Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১১:১৪ এএম

ওমরাহ পালন করেছেন সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় জেদ্দা থেকে তিনি মক্কা পৌঁছান। এখানে তিনি বাদ এশার নামাজ আদায় শেষে ওমরাহ পালন করেন।

মক্কায় পৌঁছে তিনি পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন। এরপর সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার আসা-যাওয়া করেন। এরপর তিনি দেশে ও দেশের মানুষ এবং সমগ্র মুসলিম উম্মর শান্তি, উন্নতি ও কল্যাণ কামনায় দোয়া করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার অন্যান্য সফরসঙ্গীরা। তারাও ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে গত মঙ্গলবার থেকে রিয়াদ সফর করছেন। আজ শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। বাসস



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০০ পিএম says : 0
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ওমরা পালন করা একটা তাৎপর্যপূর্ন বিষয়, নির্বাচনের আগ মূহুর্তে সরকারি ভাবে সৌদি বাদশার আমন্ত্রণে সফরে গিয়ে বাদশার সহানুভূতি আদায়, সাথে সাথে যুব রাজের কাছ থেকে দেশের অর্থ নীতিতে সৌদী সরকারের সহযোগিতার আশ্বাস পাওয়া মানে তার সামনে আরো একবার ক্ষমতায় যাওয়ার একটা সুযোগের সৃষ্টি বলে অনেকের ধারনা। মক্কা মদিনা গিয়ে সরাসরি আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করার সুযোগ এটাও ভাবার বিষয় নয় কি?? এসব দিক দিয়ে চিন্তা করলে এটা প্রতিয়মান হয় যে, নেত্রী হাসিনা যদি সঠিক ভাবে তার কথা আল্লাহ্‌র দরবারে পৌছাতে পারেন তাহলে আল্লাহ্‌ ওনার কথা রাখতেও পারেন। আমরা নেত্রী হাসিনার মঙ্গল কামনা করছি। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ