পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ২৩ অক্টোবর সিলেটের জনসভার অনুমতি দিয়েও তা বাতিল করেছে প্রশাসন। ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব সাংবাদিকদের এ কথা বলেন।
বিকেলে গুলশানে কুটনীতিকদের সাথে বৈঠকের পর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, ২৩ তারিখে আমাদের যে জনসভা ছিলো সিলেটে আজকে সকাল পর্যন্ত তার অনুমতি ছিলো। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তা বাতিল করা হয়েছে। আমরা হলের মধ্যে করতে চেয়েছি তারও অনুমতি দেয়া হয়নি।
আ স ম রব বলেন, সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। ভোট চেয়ে বেড়াচ্ছেন। আমাদের জনসভা করার মধ্য দিয়ে নির্বাচনের পূর্বে একটা লেভেল প্ল্যায়িং ফিল্ড, গণতান্ত্রিক আচরন হিসেবে সবার জন্য সমান সুযোগ, সরকার এই বিষয়টা বজায় রাখার চেষ্টা করবে। সরকার যদি আমাদের জনসভা করার অনুমতি না দেয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাতের সুনাম নষ্ট হবে। এতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে সর্বমহলে প্রশ্ন উঠবে। আমি আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও তার প্রতি অনুরোধ থাকবে ২৩ অক্টোবর না হোক ২৪ অক্টোবর আমাদেরকে সিলেটে সমাবেশ করার অনুমতি দেয়ার ব্যবস্থা নিন।
জাতীয় ঐক্যফ্রন্ট ২৩ অক্টোবর সিলেটে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়া ও পরে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে গত ১৬ অক্টোবর। গত ২৭ অক্টোবর চট্টগ্রাম ও ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার কর্মসূচি তারা ঘোষণা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।