Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসিনাকে হটাতে তারেকের নেতৃত্বও মানবেন কামাল

সাংবাদিকদের ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য ড. কামাল হোসেন বিএনপিকে নিয়ে ঐক্য করেছেন। এজন্য তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিতেও তার কোনো আপত্তি আছে বলে মনে করি না।
গতকাল সকালে বনানীতে নির্মিত বিআরটিএর নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কামাল হোসেনের টার্গেট সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়, তার টার্গেট হল শেখ হাসিনাকে ছলে- বলে যেভাবেই হোক ক্ষমতায় মঞ্চ থেকে হঠানো।
তিনি বলেন, জোটের মূল দল হচ্ছে বিএনপি। ঐক্যটা বিএনপি চালাবে। আর বিএনপি চালায় তারেক রহমান। লন্ডন থেকে দলেরও নেতৃত্ব দিচ্ছে এবং এই জোটেরও নেতৃত্ব কলকাঠি নাড়বেন তিনি। ড. কামাল হোসেন সাহেব এটা নিজে ভাল করেই জানেন। সেজন্য তারেক রহমানের মতো যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্ব মেনে নিতে তার আপত্তি আছে বলে মনে করি না।
এই জোট থেকে ইতোমধ্যে বদরুদ্দোজা চৌধুরীকে বের করে দেওয়া হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সম্পাদক বলেন, এ ধরণের ঐক্য তেলে আর জলে মেশানোর অপচেষ্টা মাত্র, এই অপচেষ্টা ব্যর্থ হবে। ড. কামাল হোসেন গণফোরাম করেও জনগণের সাড়া পায়নি এখানে বিএনপির সাথে ঐক্য করেও সাড়া পাবেন না।
নির্বাচন কমিশনের বৈঠক থেকে একজন নির্বাচন কমিশনার বৈঠক বর্জন করার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুর কাদের বলেন, ওনাকেও মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দিয়েছেন। বিএনপির কথামতই করা হয়েছে। আর নোট অব ডিসেন্ট যে কেউ দিতে পারে। নিরাপত্তা পরিষদে পাঁচজন সদস্য আছে এর মধ্যে একজন বিরোধীতা করতেই পারে। মেজরিটি যা বলবে তাইতো বৈঠকের সিদ্ধান্ত হবে, এটাই স্বাভাবিক। আর কেউ বিরোধিতা করবে এটাই তো গণতন্ত্র। এটা কোনো প্রতিবন্ধকতা নয়। আর এটার জন্য নির্বাচন কমিশনের পুনর্গঠনের কোন যৌক্তিক কথা নয়।
বিকল্পধারা যদি আওয়ামী লীগ তথা মহজোটে যেতে চায় তাহলে আপনারা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে এখনই বলা ঠিক হবে না। এ বিষয়ে ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হবে। দলের সিদ্ধান্ত ছাড়া আমরা অগ্রসর হতে পারি না। সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
তিনি আরো বলেন, বিআরটিএ’র আধুনিকায় জরুরি হয়ে পড়েছিল। এলেনবাড়ির পুরাতন ভবনে ঠাসাঠাসি অবস্থায় সংস্থাটির কার্যক্রম পরিচালনা ছিল কষ্টকর। তাই আমরা বিআরটিএ’র জন্য ৭৫ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণ করেছি। প্রধানমন্ত্রী সহসাই এ ভবন উদ্বোধন করবেন।#

 



 

Show all comments
  • শুভ্র ১৭ অক্টোবর, ২০১৮, ২:৪৬ এএম says : 0
    আমার কাছে কথাটা ঠিক মনে হচ্ছে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ অক্টোবর, ২০১৮, ১০:০৯ এএম says : 0
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঠিক কথাই বলেছেন, ....................
    Total Reply(0) Reply
  • Omi ২ নভেম্বর, ২০১৮, ২:২০ এএম says : 0
    Ata kuno kota holo jukto fronter ? Dr. Sab suja pote sulon .apni bsokkon.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ