Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সম্পাদক পরিষদের সাত দফা দাবিতে সুপ্রিম কোর্ট বারের সমর্থন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ৩:৫৪ পিএম

সম্পাদক পরিষদের ৭ দফার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান। সম্পাদক পরিষদ আইনি প্রতিকার চেয়ে আদালতে আসলে তাদেরকে বিনাপারিশ্রমিকে আইনি সহায়তা দেয়ারও ঘোষণা দেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন পূর্বের ৫৭ ধারার চেয়েও উদ্বেগজনক। বর্তমান আইনে আইনশৃঙ্খলা বাহিনীর অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে এবং সংবিধানপ্রদত্ত ৩৯(১) ও ৩৯(২) অনুচ্ছেদের সকল অধিকার হরণ করা হয়েছে। তাই আমরা সম্পাদক পরিষদের ৭ দফা দাবি সমর্থন করছি।

সমিতির সভাপতি বলেন, দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ