Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্ট-২০ দল যুগপৎ আন্দোলন করবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:৩৭ এএম

বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সাথে ২০ দলীয় জোট গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে যুগপৎ আন্দোলন করবে। গতকাল (সোমবার) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জোটের নেতারা। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছে ২০ দলীয় জোট। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত দাবি ও লক্ষ্যগুলো নিয়ে জোটের বৈঠকে পর্যালোচনা করেছি। আলোচনা করে ২০ দলীয় জোট একমত হয়েছে, একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে। সে জন্য আমরা এই ফ্রন্টকে স্বাগত জানিয়েছি।

তিনি বলেন, আশা করি, এই জোট গঠনের মধ্য দিয়ে আগামীদিনে জনগণের আন্দোলন আরও বেগবান হবে। একইসঙ্গে এই সরকার জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে ব্যাপারে তাদের যে দায়িত্ব তা পালন করবে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি তোলায় এই জোটের নেতাদের ২০ দলীয় জোট ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান নজরুল ইসলাম খান।
এদিকে বৈঠক শেষে জোটের একটি শরিক দলের নেতা বলেন, বৈঠকে নতুন ঐক্যফ্রন্টকে ২০ দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একইসাথে বর্তমান সরকারকে পদত্যাগ করাতে, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল প্রয়োজনে যুগপৎ আন্দোলন করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নেতা মাওলানা আব্দুল হালিম, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব প্রমূখ।#



 

Show all comments
  • Miraz Uddin ১৬ অক্টোবর, ২০১৮, ২:৪৮ এএম says : 0
    Right
    Total Reply(0) Reply
  • Ayub Khan ১৬ অক্টোবর, ২০১৮, ২:৫০ এএম says : 0
    ২০দলীয় জোট হলো নির্বাচনী জোট আর ড.কামাল হোসেনের সাথে হলো নির্বাচনের পরিবেশ রক্ষার জোট অতপর তারা ইচ্ছে করলে সবই সম্ভব
    Total Reply(0) Reply
  • Shah Jahan Ali ১৬ অক্টোবর, ২০১৮, ২:৫২ এএম says : 0
    দেশ ও জনগণকে আন্তর্জাতিক ও তাদের এ দেশীয় ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাচাতে এই যুগপৎ আন্দোলন অতীব জরুরি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ