Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে পরমাণু বিদ্যুৎকেন্দ্র হবে

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যে উন্নয়ন পরিকল্পনা তা বাংলাদেশ ব্যাপী। দক্ষিণাঞ্চলটা ছিলো সব থেকে অবহেলিত। আমরা এই অঞ্চলে রাস্তাঘাট, পুল-ব্রিজসহ নানা উন্নয়ন করেছি। পায়রা বন্দর করা হচ্ছে। বরিশালে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে।
গতকাল বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা
বলেন। আর কোনও মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের একটা পরিকল্পনা রয়েছে প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার। ইতোমধ্যে চারটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হয়েছে। বরিশাল অঞ্চলেও করবো। তবে এখানে একটি কথা স্পষ্টভাবে বলে দেই, আর কোনও মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো না। বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ আলাদা। আর এই বিশ্ববিদ্যালয়গুলো হবে গবেষণামূলক, থাকবে পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ‘নার্সিং ট্রেনিং’-এরও ব্যবস্থা থাকবে।
স্ব স্ব বিভাগের মেডিক্যাল কলেজগুলো ওই বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে ওখানকার শিক্ষা কারিকুলাম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হবে। যারা পড়াশোনা করবেন তারা সার্টিফিকেট যাতে পায় সেই ব্যবস্থাও করে দেবো।
এ সময় উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের থাকার অনীহার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন এমন জায়গা আছে, যেখানে হয়তো অপারেশন থিয়েটার পড়ে আছে। কিন্তু অপারেশন করার চিকিৎসক নেই, সার্জন নেই, অ্যানেসথেশিস্ট নেই, নার্সও নেই। আমরা শুধু প্রতিষ্ঠান করে যাবো, আর সেগুলো অবহেলিত থাকবে এটা কিন্তু হতে পারে না।
চাহিদা মোতাবেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে এমন দাবি করে তিনি বলেন, আমরা মেডিক্যাল কলেজ করে দিচ্ছি সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন ইনস্টিটিউট করে দিচ্ছি। কাজেই মানুষের সেবা দেওয়াটা প্রত্যেকের দায়িত্ব। আমি আশা করি, এই সেবাটা মানুষ পাবে।
বরিশালের উন্নয়নের বিষয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা প্রথমবারেই এই বরিশালের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য শিকারপুর-দোয়ারিকা-গাবখাল ব্রিজ, কীর্তনখোলা নদীর ওপর ব্রিজ, লেবুখালী ব্রিজের পরিকল্পনা নিয়েছিলাম এবং অনেকগুলো বাস্তবায়নও করে দিই। পদ্মাসেতু স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করে দিই। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেয়।
তিনি বলেন, পরবর্তীতে ক্ষমতায় এসে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছি এবং তার সাথে রেল যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছি। বরিশাল অঞ্চলে এখনো রেল যায়নি আমরা পরিকল্পনা নিয়েছি, যে আমরা রেল যোগাযোগটা পদ্মাসেতু থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিবো। দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার জন্য পায়রা, বিষখালী, আগুনমুখা নদীসহ বিভিন্ন এলাকায় ব্রিজ করে রাস্তা করে দিচ্ছি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিএম সাহেল উদ্দিন। এর পর ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ ও গৃহীত কর্মসূচি তুলে ভিডিও চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান। ভিডিও কনফারেন্সে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজপ্রান্তে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রিতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত চারটি আবাসিক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ