পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এখনো বাংলাদেশের বিনিয়োগের হার বেশ কম তবে আগামী দিনে বেসরকারি বিনিয়োগও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, এখনো বাংলাদেশের বিনিয়োগের হার বেশ কম। তাই বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে, অবকাঠামোসহ নানা খাতে গত ১০ বছরে বিনিয়োগ বাড়ানো হয়েছে। সরকার নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের বিনিয়োগ আসলে খুবই কম। আমরা একটু একটু করে বিনিয়োগটাকে ঠেলেঠুলে এখন প্রায় ৩০ শতাংশের ওপরে নিয়েছি। আশা করছি যে এটা আরেকটু বাড়বে। এবং আরেকটু বাড়লে পরে আমাদের যে ঊর্ধ্বগতি এসেছে, সেটা আরো বেগবান হবে। আরো শক্তিশালী হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।