পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দীর্ঘদিন পর পারিবারিক বাসভবন সুধা সদনে সময় কাটালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার (৫ অক্টোবর) বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ধানমন্ডির ৫ নম্বর সড়কে পারিবারিক বাসভবন সুধাসদনে যান। সেখানে কিছু সময় কাটিয়ে সন্ধ্যায় তার সরকারি বাসভন গণভবনে ফেরেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ধানমন্ডির ‘সুধাসদন’ বাড়িটির নাম প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার নামে।
সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে নিজের স্থায়ী বাসভবন ‘সুধাসদনে’ যান। মাগরিবের নামাজ আদায় শেষে তিনি সেখান থেকে ফিরে গণভবনে যান। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও দলের নেতারা কেউ শেখ হাসিনার সঙ্গে ছিলেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।