Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারালেন অং সান সু চি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করেছে কানাডা। রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে কানাডার পার্লামেন্ট। দেশটির সিনেট ও হাউজ অব কমন্সে গত ২৭ সেপ্টেম্বর ভোটে শান্তিতে নোবেলজয়ী সু চি’র নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
সু চিই প্রথম ব্যক্তি যার নাগরিকত্ব বাতিল করলো কানাডা। এছাড়াও এর আগে একই ইস্যুতে বেশ কয়েকটি শহর এবং প্রতিষ্ঠান সু চিকে দেয়া সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে।
১৯৭৭ সালে কানাডার পার্লামেন্ট অং সান সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। সেই সময়কার কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্টিফেন হারপার নিজে সংসদে প্রস্তাবটি তুলেছিলেন।
রাখাইনের ঘটনা অনুসন্ধান করে এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ এবং কয়েকশ’ গ্রাম পুড়িয়ে দিয়ে জাতিগত নিধন চালায়। গত আগস্টে প্রকাশিত জাতিসংঘের একটি অনুসন্ধানী প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীকে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘গণহত্যার উদ্দেশ্য নিয়ে’ ব্যাপক পরিসরে হত্যাকান্ড চালানোর অভিযোগ আনে।
ওই প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর এই নৃশংস ধ্বংসকান্ড থেকে বাঁচতেই ৭ লাখেরও বেশি (বাংলাদেশ সরকারের হিসেবে ১১ লাখের কাছাকাছি) রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
বর্মি সেনাবাহিনীর এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা, এ বিষয়ে প্রথম দিকে একেবারেই উচ্চবাচ্য করেননি সু চি। পরে যতবার কথা বলেছেন, পক্ষ নিয়েছেন সামরিক বাহিনীরই।
রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের ভূমিকায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচনা ও নিন্দার এক পর্যায়ে তার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি ওঠে। কিন্তু সু চির নেওয়া কিছু পদক্ষেপ ‘দুঃখজনক’ হলেও তার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।
গত শুক্রবার সুইডেনের রাজধানী স্টকহোমে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ানমারে তিনি যা করছেন তা প্রশ্নবিদ্ধ। তবে পুরস্কার প্রত্যাহারের চেষ্টা অর্থপূর্ণ কিছু হবে বলে মনে করি না। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই পুরস্কার পাওয়ার পর অনেকেই এমন কিছু করেন যা আমরা অনুমোদন করতে পারি না, সেগুলো যে ঠিক তাও মনে করি না। আগেও এমনটা ছিল, এটা এড়ানো যাবে না বলেই মনে হয় আমার। স্টকহোমভিত্তিক এ ফাউন্ডেশনই ছয়টি বিভাগে সুইডেন ও নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া নোবেল পুরস্কার দেখভাল করে থাকে। শান্তি পুরস্কার প্রদানকারী নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, কারো পদক প্রত্যাহারের বিষয়টি তাদের আইনে নেই। সূত্র : রয়টার্স ও গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সু চি

১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ