Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১:৫৩ পিএম

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার মামলার তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে আদালতের মাধ্যমে মামলার এফআইআর কপি দুদকে পৌঁছেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘আমরা আদালতের মধ্যমে মামলাটি পেয়েছি। তদন্ত করা হবে। তবে এখনও তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘আদালত থেকে এফআইআর কপি আমরা পেয়েছি। তদন্ত আমাদের করতে হবে। আইনে কিছু না থাকলে এটি আসতো না।’

সিনহা দেশের বাইরে আছেন, এমতাবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কী ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে সব ব্যবস্থায় আইনে রয়েছে। আমার জানা মতে জিজ্ঞাসাবাদ করা অনেক পরের বিষয়। তবে কখন, কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তা তদন্ত কর্মকর্তা নির্ধারণ করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এস কে সিনহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ