Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১টি বিলে সম্মতি, ডিজিটাল নিরাপত্তা বিলে সম্মতি দেননি প্রেসিডেন্টে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ৫:৩৫ পিএম | আপডেট : ৬:২৭ পিএম, ১ অক্টোবর, ২০১৮

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ। এদিকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিলে সম্মতি দেননি প্রেসিডেন্ট। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসিডেন্টের সম্মতি পাওয়া বিলগুলো হলো- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল-২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮, বস্ত্র বিল-২০১৮, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮, যৌতুক নিরোধ বিল-২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল-২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমী বিল-২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮, কৃষি বিপণন বিল-২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮। দুই-এক দিনের মধ্যেই সড়ক পরিবহন বিলসহ সদ্য পাসকৃত ৬টি বিলে সম্মতি জ্ঞাপন করতে পারেন। উল্লেখ সংবিধান অনুসারে প্রেসিডেন্টের সম্মতির পর যেকোনও বিল আইনে পরিণত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিটাল

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ