Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর জন্মদিনকে ‘জনগনের ক্ষমতায়ন’ দিবস পালনের ঘোষণায় যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৩৬ পিএম

সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্ম দিনকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘জনগনের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালনের ঘোষণা করায় আনন্দ মিছিল মিছিল করেছে যুবলীগ।

গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে যুবলীগের আনন্দ মিছিল করে।

উল্লেখ্য, ২৮ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উদযাপন করে ঢাকা মহানগর দঃ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর সভাপতিত্বে রক্ত দান কর্মসুচী, দোয়া-মাহফিল, আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী শেখ হাসিনার জন্ম দিনটি ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দেন। তখন ওবায়দুল কাদের এ দিবসটি পালনের ঘোষণা দেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারন সম্পাদক, হারুন অর রশীদ, মহানগর উওর সভাপতি মাইনুল ইসলাম নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ