পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল চাইলে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বই লেখার অর্থ ও ইন্ধন দাতাদেরও খুঁজে বের করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এস কে সিনহার বই লেখার পেছেনে কার হাত আছে, বাংলাদেশের কেউ আছে কি না, বইয়ের পান্ডলিপি কতবার বাংলাদেশে গেছে? বাংলাদেশের কোন পত্রিকার মালিক বা সাংবাদিক বই লেখার বিষয়ে সাহায্য করেছে? কোন বড় আইনজীবী বা সাংবাদিক স্ক্রিপ্ট লিখে দিয়েছে? এছাড়া বই এর উদ্বোধন করার টাকা কে দিয়েছে তা আপনারা খুঁজে বের করেন। আমি জানি, তবুও আপনাদের বলবো আপনরাই একটু খুঁজে বের করেন।
এসকে সিনহার বাড়ির বিষয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশেই শুধু জমির দাম বেশি। এখানে ডিপোজিট করলেই বাড়ি কেনা যায়। অবৈধ কিছু থাকলে তা খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট গুজবের বিষয়ে কোন নিয়ন্ত্রণ করা হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, খবর তৈরি করা বা দেয়া যার যার স্বাধীন ব্যাপার। বিশ্বাস করা না করাটাও যার যার স্বাধীন বিষয়। তবে কেউ যদি মিথ্যা খবর ছড়িয়ে দেয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শুক্রবার সকালে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।