Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানি শুরু আজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতাদের বিরোধের জেরে টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু হচ্ছে। আজ শনিবার সকাল থেকে বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি করবেন বাংলাদেশি ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বিকেলে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে আগরতলায় সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। ওই বৈঠকে উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মাছ রফতানি কার্যক্রম শুরু হবে। এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা ৫ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রফতানি করা মাছ আটকে দেন। ওইদিন রফতানি করা ১০ টনেরও বেশি মাছ সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকায় পচে যায়। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন দুই দেশের ব্যবসায়ীরা। এরপর অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশি ব্যবসায়ীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রফতানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ