পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, এখনও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ বা ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বর্তমান সংসদের মেয়াদের বিষয়টি মাথায় রেখে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই ভোট গ্রহনের প্রস্তুতি চলছে।
গতকাল বৃহষ্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের প্রয়োজন রয়েছে। আরপিও সংশোধনের পর ইভিএম নিয়ে সৃষ্ট ধুম্রজাল কাটাতে আগামী সপ্তাহে সারাদেশে শুরু হওয়া আইটি মেলায় ইভিএম এর কার্যকারিতা, উপযোগিতা উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা থাকবে । আশাকরি এর পর এটা নিয়ে সৃষ্ট ধুম্রজাল দূর হবে। বিএনপি আগামী নির্বাচনে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আশাকরি বিএনপিও নির্বাচনে আসবে। আগামী নির্বাচনে যাতে জনগন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্য প্রশাসনের সব বিভাগকে সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জেলার সিনিয়র পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাহী অফিসার, থানার ওসি বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চ পদস্থ ও গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।