Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সম্মত প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সম্মত আছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করবেন। এরপরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারী চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাবটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এছাড়া আগের বৈঠকের সিদ্ধান্ত বাংলাদেশ বেতারে তথ্য ক্যাডারের পদ পুনর্বিন্যাস (ক্যাডার কম্পোজিশন) ও ডিজি পদকে গ্রেড-১ এ উন্নীতকরণ ও দেশের উন্নয়ন ব্যবস্থাপনার বৃহৎ স্বার্থে বিসিএস (প্রশাসন) ও বিসিএস ইকোনোমিক ক্যাডার একীভূত করণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
কমিটি সূত্র জানায়, কমিটির একাধিক বৈঠকে সরকারি চাকরীতে প্রবেশের বয়স ৩৫ নির্ধারণ ও অবসরের বয়স বাড়ানোর সুপারিশ করা হয়। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে একই সুপারিশ করে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। গতকাল অগ্রগতি জানতে চাইলে মন্ত্রণালয়ের পক্ষ ইতোমধ্যে কমিটির সুপারিশ প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে জানিয়ে এবিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাবের কথাও উল্লেখ করা হয়। সংসদীয় কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকের পর সিদ্ধান্ত চ‚ড়ান্ত হবে বলে জানান কমিটির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। ওই সংসদ সদস্য আরো জানান, বৈঠকে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব নিয়ে প্রশাসনে সৃষ্ট জটিলতা নিরসনে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সাব রেজিষ্ট্রি অফিসে খাতওয়ারী মানি রিসিট বাধ্যতামূলক করতে বলা হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পে কিভাবে পরিচালক (পিডি) নিয়োগ সেবিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।



 

Show all comments
  • Ibrahim Khan ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৪ এএম says : 0
    Thank u
    Total Reply(0) Reply
  • সাদেক হোসেন সোহেল ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৪ এএম says : 0
    কবে বাড়াবেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ