পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কার্যকর ফার্মাসিউটিক্যালসের উপাদান রপ্তানি করতে এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সনদ দাখিল করতে হবে। আগে বাংলাদেশ অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডেন্টস (এপিআই) অ্যান্ড ইন্টারমেডিয়ারিস ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশনের সনদ দাখিল করতে হতো। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনেদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, রপ্তানিকারকের ঘোষিত রপ্তানি মূল্য যৌক্তিক ও বিদ্যমান আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ রয়েছে। বিদেশি ক্রেতার যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হওয়ার উপযুক্ত প্রমাণসাপেক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দু’জন কর্মকর্তার স্বাক্ষর, তারিখ ও সিলসহ আবেদন দাখিল করতে হবে।
কোনো প্রকার ঘষামাজা, কাটাছেঁড়া, বা সংশোধন করা হলে এই আবেদন বাতিল বলে গণ্য হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।