পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর (এইচপিএম) শেখ হাসিনা ও ইউএনএইচকিউ-তে তার টিম ১১ আজ দুবাইয়ে ক্রিকেটের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের দর্শনীয় বিজয় উদযাপন করছে। ইউএনজিএ সেশনে আরেকটি ব্যস্ত দিন সত্ত্বেও তিনি ক্রিকেট ম্যাচের নিয়মিত আপডেট গ্রহণ করছিল।
নিউ ইয়র্কে বুধবার জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততার ফাঁকে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে এসে ক্রিকেটারদের জন্য তার শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান,
প্রধানমন্ত্রী বলেন, "আমি আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ে ধারার সূচনা করেছে, সেটা যেন অব্যাহত থাকে।
আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ইনশাল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।
বুধবার আবু ধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের পৌঁছে যায়। শুক্রবার দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন করতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে তার সফরসঙ্গীদের মিষ্টিমুখ করান।
তিনি নিউইয়র্ক থেকে ক্যাপ্টেন মাশরাফির সাথেও কথা বলেন এবং তাদের চিত্তাকর্ষক বিজয়ের জন্য তাকে এবং টিমকে অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।