Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিনের দাম দ্বিগুণ

রোটাভাইরাস ও জরায়ু ক্যান্সার

হাসান সোহেল | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর চানখারপুলের বাসিন্দা হযরত আলী একমাত্র মেয়ের জন্য রোটাভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য প্রথমে ঢাকা মেডিকেলের সামনে খোঁজ করেন। সেখানে না পেয়ে তিনি পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় যান। সেখানে খোঁজ করে একটি রোটারিক্স ইনজেকশন (ভ্যাকসিন) পান। কিন্তু দাম শুনে মাথায় হাত। প্রতি ভায়াল রোটাভারাস ভ্যাকসিনের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫৪৮ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। শেষ পর্যন্ত কোথায় খুঁেজ না পেয়ে তিন হাজার টাকায় ভ্যাকসিনটি কিনতে বাধ্য হন তিনি। শুধু হযরত আলী নয়, তাঁর মতো অনেকেই রোটাভাইরাসের ভ্যাকসিন কিনতে এসে এবাবে হোচট খাচ্ছেন। রোটাভাইরাসের মতো প্যাথিলমা ভাইরাস বা জরায়ু ক্যান্সারের ভ্যাকসিনও বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকার আলিফ লাম মিম মডেল ফার্মেসীর বিক্রয় প্রতিনিধি গোপাল চন্দ্র পাল জানান, রোটাভাইরাস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন বেশ কিছুদিন ধরে সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে যার কাছে ইনজেকশনটি সরবরাহ রয়েছে সে ইচ্ছামতো দামে বিক্রি করছে। সরবরাহ সংকটে বর্তমানে ভ্যাকসিন দুটি দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না হলে তীব্র সংকটে দাম কয়েকগুণ বেড়ে যাবে বলে জানান তিনি।
জানা গেছে, রোটাভাইরাস ও জরায়ূ ক্যানন্সারের ভ্যাকসিন উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে গ্লাস্কোস্মিথক্লাইন (জিএসকে) কোম্পানী। রোটাভাইরাসের জন্য কোম্পানীটির তৈরি রোটারিক্স ভ্যাকসিন ও জরায়ূ ক্যান্সারের জন্য সার্ভারিক্স ভ্যাকসিন। সার্ভারিক্স পয়েন্ট ৫ মিলিগ্রাম ভ্যাকিসিনের প্রতি ভায়ালের সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে ১ হাজার ৯০৩ টাকা। সরবরাহ সংকটে ভ্যাকসিনটি বর্তমানে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায়। আর ১ দশমিক ৫ মিলিগ্রামের প্রতি ভায়াল রোটারিক্স ওরাল ভ্যাকসিন বিক্রি হচ্ছে আড়াই থেকে ৩ হাজার টাকায়। তবে জনতা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান প্যাথিলমা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আমদানির রেজিষ্ট্রেশন রয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, শিশু জন্মের ছয় মাসের মাথায় রোটাভাইরাসের ইনজেকশন গ্রহন করতে হয়। এটি গ্রহন করা না হলে শিশু এই ভারাইসে আক্রান্ত হতে পারে। রোটাভাইরাসে আক্রান্ত শিশু মারাত্মক ডায়রিয়ায় ভুগে। এ জন্য সঠিক সময়ে এটির প্রতিষেধক গ্রহন করা হলে শিশুরা রোটাভাইরাস আক্রান্ত থেকে নিরাপদে থাকে। অনুরূপভাবে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে ১৫-৪৫ বছর বয়সী নারীদের জন্য সার্ভারিক্স ভ্যাকসিন দেয়া হয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম লুৎফুল কবির বলেন, ভ্যাকসিন দুটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই ওষুধ প্রশাসন অধিদপ্তরকে বাজারে ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি জিএসকে কোম্পানী বাংলাদেশের কারখানা বন্ধের ঘোষণা দেয়। ওই ঘোষণার পর জিএসকের প্রতিটি ওষুধের দাম বাজারে অস্বাভাবিক বেড়ে যায়। বিশেষ করে ভ্যাকসিনগুলোর মূল্য অস্বাভাবিক বাড়ে। সরবরাহ সংকটে দোকানীরা যে যার ইচ্ছা মতো দামে বিক্রি করছে বাজারে। তবে কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়, কোম্পানী কিংবা তার পরিবেশক কারোই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির কোনো সুযোগ নেই। কেউ অধিক মূল্য নিয়ে থাকলে সেজন্য কোম্পানী দায়ী নয়।
জানতে চাইলে জিএসকে বাংলাদেশের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোটারিক্স ও সার্ভারিক্স ভ্যাকসিনের কোনো সংকট তাদের কাছে নেই। চাহিদার চেয়ে বেশি সরবরাহ রয়েছে। তবে কোম্পানীর অস্থিরতার কারণে পরিবেশকরা কেউ কেউ হয়তো ভ্যাকসিন সরবরাহে দেরি করছে। তবে ভ্যাকসিনসহ কোম্পানীর যেকোনো ওষুধের তথ্য জানার জন্য আগামি সপ্তাহে একটি হটলাইন চালু করা হবে। সেই হটলাইনের বিষয়টি গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। যাতে যে কেউ জিএসকে সম্পর্কে যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারে।
সার্বিক বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, নারীদের জরায়ু ক্যান্সার বা প্যাথিলমা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন ইপিআই কর্মসূচিতে অর্ন্তভ‚ক্ত করা হচ্ছে। তবে বাজারে জনতা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান আমেরিকার এমএসডি কোম্পানীর প্যাথিলমা ভাইরাসের ভ্যাকসিন আমদানির রেজিষ্ট্রেশন করেছে। দেশের যেসব কোম্পানী ভ্যাকসিন উৎপাদন করছে তারাও রেজিষ্ট্রেশন নেয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ