Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশে দেশের মর্যাদা অক্ষুন্ন রাখার আহ্বান আইজিপির

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪২ এএম

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব অক্ষুন্ন রাখার জন্য পুলিশ সদস্যদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। গতকাল বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি গামী দুটি কন্টিনজেন্টের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।
শান্তিরক্ষী পুলিশ সদস্যদেরকে বাংলাদেশের দূত আখ্যায়িত করে পুলিশ প্রধান বলেন, আপনারা প্রত্যেকে একখন্ড বাংলাদেশ। বিদেশের মাটিতে দেশকে তুলে ধরা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আপনাদের পবিত্র দায়িত্ব। দেশের মর্যাদা হানিকর কোন কাজে জড়িত না হওয়ার জন্য তিনি ‘ব্লু হেলমেট’ পরিহিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। ড. জাবেদ পাটোয়ারী বলেন, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ ও উঁচুমানের নৈতিকতা বজায় রাখতে হবে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মিশন এলাকার জনগণের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোঃ মহসিন হোসেন এনডিসি, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) এস এম রুহুল আমিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। মালি-১ ও মালি-২ এ দুটি কন্টিনজেন্টের প্রতিটিতে ১৪০ জন করে মোট ২৮০ জন পুলিশ সদস্য রয়েছেন। মালি-১ কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এবং মালি-২ কন্টিনজেন্টের কমান্ডার হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ