Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমসটেকের মাইলেক্সে যোগ দিতে ভারত যাচ্ছেন সেনাপ্রধান

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

পুনেতে চলমান বিমসটেকের মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে (মাইলেক্স) যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভারত যাবেন। আগামীকাল শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর (শনিবার) বিমসটেকের সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত ‘চিফস কনক্লেভ’র অংশগ্রহণে ‘সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধের ঝুঁকি মোকাবেলায় টেকসই আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলার সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন জেনারেল আজিজ আহমেদ। তিনি অনুশীলনের সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের মাইলেক্স পুনেতে গত ১০ সেপ্টেম্বর শুরু হয়। যা ১৬ সেপ্টেম্বর সমাপ্ত হবে। সাত দিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনাসদস্যরা অংশ নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাপ্রধান

২৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ