Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকদের এখন আর সারের জন্য গুলি খেতে হয় না -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৯ পিএম | আপডেট : ৪:১৩ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০১৮

সারের জন্য কৃষকদের এখন আর গুলি খেতে হয় না, যা বিএনপি সরকারের আমলে হয়েছে। আজ শনিবার জাতীয় কৃষি কনভেনশন ও আন্তজার্তিক কৃষি কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে ক্ষমতায় থেকে তিন দফা সারের দাম কমিয়েছে, যাতে কৃষকরা উৎপাদন বাড়াতে পারেন। ১০ টাকায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। তাদের ভর্তুকির টাকা তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। বর্গাচাষীরাও এখন ঋণ পায়। কৃষকদের জামানতহীন ঋণের ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকারই প্রথম করে।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশকে আর্থ-সামাজিক উন্নয়নের দিকে নিয়ে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কৃষিখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি কৃষিবিদদের মর্যাদা প্রথম শ্রেণিতে উন্নীত করেন’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তার ডাকা সবুজ বিপ্লর কারণে আমাদের দেশ কৃষিক্ষেতে খুব দ্রুত এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে জিয়া এরশাদ, খালেদা জিয়া তাদের চিন্তাভাবনা বৈরী ছিল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের উন্নয়ন ও অগ্রগতি আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, আপনারা ক্ষমতায় এনেছেন বলেই দেশের সেবা ও জনগণের সেবা করতে পারছি। ভবিষ্যতে ক্ষমতায় আসি বা না আসি দেশের উন্নয়ন ও অগ্রগতি যেন ব্যহত না হয়ে পড়ে আমি সেটিই আশা করি।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৪:৫৫ এএম says : 0
    কাহাদেরকে এখন গুলী খেতে হয়? দেশপ্রেমিক আর ইসলাম প্রেমিকদেরকে কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ