Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাইপলাইনে গ্যাস সরবরাহ করবে সরকার

উত্তরাঞ্চলের শিল্পায়ন

অর্থনৈদিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

শিল্পায়নে এখনো পিছিয়ে উত্তরাঞ্চল। বাণিজ্যিক প্রসারের সঙ্গে আর্থ সামাজিক উন্নয়নেও কিছুটা পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষ। এমনকি গ্যাস সরবরাহ না থাকায় বিদ্যুতের চাহিদা মেটাতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনও করা যাচ্ছে না। সে সংকট মোকাবিলায় এবার উত্তরাঞ্চলের ১১ জেলার জন্য গ্যাস সরবরাহ করবে সরকার।
গ্যাস সরবরাহের জন্য বসানো হবে ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার সঞ্চালন পাইপলাইন। এটি স্থাপনে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৭০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত এক প্রস্তাব পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বগুড়া, রংপুর, সৈয়দপুরের ১১ জেলায় গ্যাস সরবরাহ করবে সরকার। এতে এসব জেলায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, শিল্পায়ন তথা ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’। চূড়ান্ত অনুমোদন পেলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এটি বাস্তবায়ন করবে। প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৭০ কোটি ৬১ লাখ টাকা। চলতি বছরে থেকে ২০২১ সালের জুলাই নাগাদ এটি বাস্তবায়ন কাজ শেষ হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পারভীন আকতার বলেন, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকেই সৈয়দপুর পর্যন্ত উচ্চচাপ সংবলিত পাইপ লাইন সম্প্রসারণের চেষ্টা চলছে। এরই অংশ হিসাবে ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ওইসব জেলায় বিদ্যুৎ ও শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে। কমিশন সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় ৩০৫ দশমিক ৩৩ (৩০৫.৩৩) একর ভ‚মি অধিগ্রহণ করা হবে। গ্যাস পাইপ নির্মাণে দুটি নদী ক্রসিং নির্মাণ করা হবে। এছাড়াও রংপুর, সৈয়দপুর ও বগুড়ায় প্রয়োজনীয় অফিস অবকাঠামো নির্মিত হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নিবার্হী কমিটি (একনেক) সভায় এটি চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস সরবরাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ