Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্ধত অভির নত মস্তকে থানায় আত্মসমর্পণ!

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইনকিলাব সহ কয়েকটি মিডিয়ার সিরিজ রিপোর্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ধিক্কারের ঝড়, ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ে ব্যর্থ লবিং এর ফলশ্রুতিতে কলেজ ছাত্রী ও বিউটিশিয়ান তরুণীকে ছুরিকাঘাতকারী বখাটে ও কাওসার আলম অভি (২২) গত রোববার রাতে বিগলিত বিনয়ে নত মস্তকে বগুড়া সদর থানায় নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছে। এসময় তার সাথে তার মা বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের স্ত্রী নাসরিণ আলম সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও তার সাথে ছিল। গতকাল সোমবার বিকেলে এই রিপোর্ট লেখাকালীন সময়ে পুলিশ তাকে কোর্টে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, ছুরিকাঘাত ঘটনার তৃতীয় দিন গত শনিবার ওই তরুণীর পিতা জাহিদুল ইসলাম বগুড়া সদর থানায় অভির বিরুদ্ধে এজাহার দায়েরের পর থেকেই অভির খোঁজে তার পিতার ২ স্ত্রীর বাড়ি সহ অন্যান্যদের বাড়িতে অভিযান চালাবার পাশাপশি ভালোয় ভালোয় ধরা দেবার জন্য ব্যাপক ভাবে চাপ দেওয়া হচ্ছিল। অন্যদিকে অভির চাচা বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বগুড়া জেলা আওয়ামীলীগের ৩ নম্বর যুগ্ম সাধারণ মঞ্জুরুল আলম মোহনের সরকারি উচ্চ পর্যায়ে লবিং চলছিল যেন অভিকে না ধরে কোর্টের মাধ্যমে জামিনের ব্যবস্থা করার। শেষ পর্যন্ত ওই লবিং ফেল করার পাশাপাশি পারিবারিক ইজ্জতের বিষয়টা মাথায় রেখে গত রোববার রাতে অভিকে তার মা নাসরিন আলমসহ বগুড়া সদর থানায় পাঠিয়ে দেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই তরুনীকে তার প্রেমিকা দাবী করার পাশাপশি অন্য জায়গায় তার বিয়ে দেবার প্রয়াস ভন্ডুল করতেই ছুরিকাঘাত করার ঘটনা স্বীকার করে ।
পুলিশ গতকাল সোমবার বিকেলে অভির বিরুদ্ধে ওই তরুনীকে হত্যার চেষ্টা ও ভয়ভীতি দেখাবার অভিযোগ এনে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে পাঠিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, মামলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানান, বখাটে অভি ডজনাধিক মোটর সাইকেল যাদের নিয়ে চলাফেরা করতো ও প্রতিদিন যে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতো সেই অর্থের যোগান আসতো কোথা থেকে তা জানার চেষ্টা করবে তারা। অভিসহ তার ফ্রেন্ড সার্কেলের অভিভাবকদের অবৈধ আয় ইনকামের কোন উৎস আছে কিনা তাও খতিয়ে দেখছে ।
এদিকে ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদ ও প্রভাবশালী পরিবারে অপরাধী ছেলে বখাটে  অভির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকালে বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেটে রংপুর-ঢাকা  মহাসড়কে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে। অন্যদিকে বগুড়া সেলুন ও বিউটি পার্লার কর্মচারী  ইউনিয়ন নেতৃবৃন্দ। তারা অভিযুক্ত অভি যত বড় প্রভাবশালী পরিবারের ছেলেই হোকনা কেন তার ব্যাপারে পুলিশ যেন বিন্দু মাত্র ছাড় না দেয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিউটি পার্লাারে কর্মরত নারী বিউটিশিয়ানদের চলাফেরার সময় বখাটেদের উৎপাত রোধ করার ব্যাপারেও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মসমর্পণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ