পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেছেন, আমাদের সকলের স্বপ্নের বাস্তবায়ন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করতে পারেন। এই দেশে শেখ হাসিনার বিকল্প থাকলে যে কেউ নাম বলতে পারেন। সাথে উদাহরণও দিতে হবে।
আজ খোকন তার ফেসবুকে এসব কথা লিখেন। তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল: একটা সময় শুধু পদ্মা সেতু, উড়াল সেতু, পাতাল রেলের গল্প শুনতাম। বেশিদিন আগে না, তখন বিএনপি জামায়াত ক্ষমতায়, ব্যারিস্টার নাজমুল হুদা তখন যোগাযোগ মন্ত্রী। সাংবাদিকতা করতাম বলে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যেতে হতো। অন্য যেকোনো বিষয়ে সাক্ষাৎকার নিতে গেলেও নাজমুল হুদা সাহেব পদ্মা সেতু হয়ে গেলো বলে, আগামী অর্থবছর থেকে উড়াল সেতুর কাজ শুরু হবে, পাতাল রেলের সম্ভাব্যতা যাচাই চলছে - এই সব বক্তব্য দিতেন। ম্যাডাম জিয়া, তারেক জিয়ার সব বক্তব্যেই এইসব গালগল্প থাকতো।
মূলকথা হচ্ছে, এইসবের উদ্যোগ কিংবা পরিকল্পনার ছিটেফোঁটাও তখন ছিল না। কিন্তু ‘আমাদের বোকা (!) মিডিয়াগুলোও এইসব ফলাও করে প্রচার করতো’।
অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় এইসব কোনো গল্প নয়, সবই বাস্তব। পদ্মা সেতুর অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। শুধু ঢাকা চট্টগ্রাম নয় মহাসড়কগুলোতেও চার লেনের পাশাপাশি উড়াল সেতু নির্মাণ করা হয়েছে। আরও অনেকগুলো নির্মানাধীন, মেট্রোরেলের কাজ পুরোদমে এগিয়ে চলছে। কিন্তু আমাদের চালাক মিডিয়া এইগুলো কেন যেন প্রচার করতে চায় না।
যে কারণে এইগুলো লেখা তা হলো, নীরবে নিভৃতে আরেকটি স্বপ্নের প্রকল্পের কাজ ইতিমধ্যে ২৪ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই বাস্তবে দেখা যাবে। অথচ অনেকে হয়তো জানেই না। সেই প্রকল্পটি হলো, কর্ণফুলী নদীর তলদেশে চার লেনের টানেল নির্মাণ।
আজকে টানেল বোরিং মেশিন (টিবিএম) চালুর মাধ্যমে টানেলের খনন কাজ শুরু হলো। এটি বাংলাদেশের প্রথম টানেল ও দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প। চট্টগ্রাম শহরকে ওয়ান সিটি টু টাউন হিসেবে গড়ে তোলার প্রধান মাধ্যম।
ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ চট্টগ্রাম হবে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় কেন্দ্র। আমাদের সকলের স্বপ্নের বাস্তবায়ন শুধু শেখ হাসিনাই করতে পারেন। এই দেশে শেখ হাসিনার বিকল্প থাকলে যে কেউ নাম বলতে পারেন। সাথে উদাহরণও দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।