পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, পদ-পদবী ছাড়াই তিনি অনন্য। অন্তরালে থেকে বঙ্গমাতা দলকে পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু থেকে কখনোই ফজিলাতুন্নেছা মুজিবকে পৃথক করা সম্ভব নয়।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকীতে ‘বাঙালির মুক্তি সংগ্রামে ফজিলাতুন্নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভায় স্পিকার এসব কথা বলেন।
বাঙালির দীর্ঘ আন্দোলনের প্রতিটি পরতে পরতে বঙ্গমাতা জড়িত ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুর অনুপ্রেরণার অংশই নয়, তিনি গোটা নারী জাতির অনুপ্রেরণা। তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবীদ। অপূর্ব এক সম্মিলন তার মধ্যে খুজে পাওয়া যায়।
স্পিকার বলেন, স্বাধীন বাংলাদেশ গড়ায় বঙ্গবন্ধু পত্নী সক্রিয় ভূমিকা রাখেন। বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে বঙ্গমাতা মুজিবের দূরদর্শীতা ও প্রাজ্ঞতা সম্পর্কে জানা যায়।
প্রতিটি ক্ষেত্রে ফজিলাতুন্নেছা মুজিব নানা সংকটে ধৈর্যের সঙ্গে চিন্তাপ্রসূত সিদ্ধান্ত দিয়েছেন- যোগ করেন স্পিকার। প্যারোলে মুক্তি নয়, বাংলার মানুষই তোমাকে মুক্ত করবে বঙ্গবন্ধুকে দেওয়া এমন স্মৃতিচারণও করেন শিরীন শারমিন।
নারী সাংবাদিকদের সংগঠন উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, সাবেক তথ্য কমিশনার গোলাম রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, আজিজুল ইসলাম ভূইয়া, সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।