Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুবিসাস’র মানববন্ধন

নিরাপদ সড়ক ও নিরাপদ ক্যাম্পাসের দাবি

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১০:২২ পিএম

নিরাপদ সড়ক ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এবং দেশব্যাপী চলমান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও বিভিন্ন স্থানে সাংবাদিকদের দেওয়া হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিএনসিসি, রোভার স্কাউট, ডিবেটিং সোসাইটি, প্রথম আলো বন্ধুসভা, বিজেএসসি, সায়েন্স ক্লাব, আইটি সোসাইটি, বন্ধু, অনুপ্রাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা পোষন করে।
এসময় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিভিন্ন সময় বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে পাশে থেকেছে। কিন্তু বিএনপি-জামায়াত আজ সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে আন্দোলন কে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমাদের সেদিক থেকে সচেতন থাকতে হবে। এছাড়া তিনি গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করার আবেদন জানান।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, গতকাল ঢাকায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এহেন ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের দাবী যতদ্রæত সম্ভব হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে। তাছাড়া আমরা ক্যাম্পাস সাংবাদিকরা নিরাপদ নই। আমরা চাই একটি নিরাপদ ক্যাম্পাস।" তিনি তার বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লা শহর পর্যন্ত সড়কসহ সকল সড়ক নিরাপদ এবং ভাঙ্গা ও যান চলাচলে অক্ষম সড়কগুলোর দ্রæত সংস্কারের দাবি জানান কতৃপক্ষের নিকট।
সাংবাদিক সমিতির অর্থ-সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম হানিফ, বিএনসিসি’র সি ইউ ও মোঃ সোহান শেখ, ডিবেটিং সোসাইটির সভাপতি আদনার কবীর সৈকত, সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী কাওসার হামিদ জীবন, বিজেএসসি ক্যাম্পাস সভাপতি শাহরিয়ার খান নোবেল প্রমুখ। এসময় বক্তারা সরকারকে নিরাপদ সড়কের দাবী দ্রæত সময়ের মধ্য বাস্তবায়ন করা ও নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ