Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৪:৫৪ পিএম

আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অামাদের দেশে একটা শ্রেণি অাছে যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। এই শ্রেণির লোকজন অাজ ছাত্রদের অান্দোলনে যোগ দিয়েছে। এরা নানা গুজব ছড়াচ্ছে। এরা বড় ধরনের ক্ষতি করতে পারে। সে কারণে শিক্ষার্থীদের ঘরে ফিরে পড়াশোনায় মনোযোগী হতে বলছি।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অাপনারা ঢাকার বাইরে থেকে লোক নিয়ে এসে এ অান্দোলনে যোগ দেয়ার কথা শুনেছেন। তারা বড় ধরনের ধ্বংসাত্মক একটা পরিকল্পনা করছে। এমতাবস্থায় অাপনাদের সন্তানদের ঘরে ফিরে নিয়ে পড়াশোনায় মনোযোগী হতে বলেন। তাদের স্কুলে পাঠান পড়াশোনা করতে।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের অাওতায় ১০ জেলার ৩০০টি ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেটিভিটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, অাইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ অাহমেদ পলক প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের ট্রাফিক অাইনের ওপর শিক্ষা দিন। কেমন করে রাস্তা পার হতে হবে, জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে, তা শিখিয়ে দিন। এখন থেকে শহরের প্রতিটি স্কুলের সামনে ট্রাফিক থকবে। গাড়ির গতিনিরোধক সিস্টেম থাকবে। তারা ছেলেমেয়েদের রাস্তা পার করে দেবে। ছাত্রছাত্রীরা যেন ওভারব্রিজ ব্যবহার করে সে বিষয়ে উৎসাহিত করতে হবে।

শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, গাড়ির কাগজপত্র চেক করছে। মন্ত্রী-এমপিদের গাড়ি থামিয়ে তাদের হেঁটে চলে যেতে বলেছে, গাড়িতে অাগুন দিয়েছে। পুলিশের মোটরসাইকেল অাগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অামি সবাইকে ধৈর্য ধরতে বলেছি। শিক্ষার্থীদের ওপর যেন কোনো অাঘাত করা না হয় সে নির্দেশনা দিয়েছি। কিন্তু অান্দোলনে তৃতীয় শক্তি যোগ হওয়ায় অামাদের শঙ্কা বেড়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, অাজ থেকে ট্রাফিক সপ্তাহ চলছে। অাপনারা ট্রাফিককে সহযোগিতা করবেন। ট্রাফিক অাইন তৈরি হচ্ছে। এটা এখন ভেটিংয়ের জন্য অাইন মন্ত্রণালয়ে অাছে। এটা ক্যাবিনেটে চূড়ান্ত অনুমোদনের পর সংসদে অাসবে এবং পাস হবে।

তিনি আরও বলেন, কিছু পত্রিকা অাছে, যাদের সুস্থ রাজনীতি পছন্দ না। অসুস্থ রাজনীতি সহিংস পরিস্থিতি তাদের পছন্দ। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির অধিকার কি তাদের অাছে? বেসরকারি সব চ্যানেল অামি দিয়েছি। শতশত পত্রিকার অনুমোদন দিয়েছি। সেসব চ্যানেল এবং পত্রিকা তাদের ইচ্ছেমতো সরকার নিয়ে অালোচনা সমালোচনা করছে। অামরা তো কোনোদিন তাদের বাধা দেইনি।

প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় শক্তি এমন কোনো অপকর্ম নেই যা তারা পারে না। অাজ গাউছিয়া ও নিউ মার্কেটে ইউনিফর্ম এবং নীলক্ষেতে অাইডি কার্ড বানানোর হিড়িক পড়ে গেছে। এগুলো কারা বানাচ্ছে? অাওয়ামী লীগ অফিসে কারা হামলা করলো? এরা কারা, এরা কি শিক্ষার্থী? গুজব ছড়ানো হয়েছে- অাওয়ামী লীগ অফিসে চারজনকে মেরে লাশ রাখা হয়েছে। বিজিবির ওপর হামলা হয়েছে এবং গেটে ভাঙচুর চালিয়েছে।



 

Show all comments
  • ওবাইদুল ইসলাম ৫ আগস্ট, ২০১৮, ৫:৫২ পিএম says : 0
    প্রচন্ড ক্ষমতাধর বাস মালিক মন্ত্রী ও সাংসদদের কাছে অসহায় । কি আর করা । চাইলেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার উপায় নাই ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ