Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে ক্ষুধা মুক্ত করেছি, এখনও দারিদ্র্য মুক্ত করতে পারিনি -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ৪:১৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশকে ক্ষুধা মুক্ত করেছি, এখনও দারিদ্র্য মুক্ত করতে পারিনি। এই দেশকে আমরা দারিদ্র্য মুক্ত করে গড়ে তুলব। ইনশাল্লাহ ২০২১ সালে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব।

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে আজ বৃহস্পতিবার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথ পাঠ করান। স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং গাজীপুরের রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তারা নিজ নিজ এলাকায় কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা আমাদের দায়িত ও কর্তব্য। আমরা নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি।’

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র এবং ৭০ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। হাইকোর্টের নির্দেশে কাউন্সিলরদের ৬টি আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ভোট দিয়েছে। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন। সবাইকে একটা অনুরোধ করব, দেশের মানুষের সেবা করতে হবে।’

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার সব এলাকার সমউন্নয়নে বিশ্বাসী। কাজেই দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন, আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন। আমরা পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করেছি।’

সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে এবং জনগণের ঘরে ঘরে এই উন্নয়নের সুফলকে পৌঁছে দিতে হবে।’

উল্লেখ্য, গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর মো. জাহাঙ্গীর আলম হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।



 

Show all comments
  • kazi Nurul Islam ২৬ জুলাই, ২০১৮, ৫:৫৩ পিএম says : 0
    Madam, durniti bondho korun, desh development hotay time lagbay na. And jay shob officer 40 & 80 difference bujay na tader joto taratari paran Good by korun. Kothay noy kajay proved korun. Thank you.
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৭ জুলাই, ২০১৮, ১২:০৯ এএম says : 0
    কি,যে বলেন? এই করেছেন সেই করেছেন। জানেনকি? আমাদের বাংলাদেশের জনগণ যে দিন সুযোগ পাইবেন সেই দিন বিশ্ব মাতিয়ে দিবেন। ইনশাআল্লাহ। *********** জনগণকে সুযোগ বঞ্চিত না রাখিলে আজ আমাদের বাংলাদেশের অবস্থা হইতো বিশ্বে বড় বাহাদুরি। ইনশাআল্লাহ। ***********
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ