Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিআরটিএর অভিযান ৩৯ মামলা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:২২ এএম

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নুর মোহাম্মদ মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় নানা অভিযোগে যানবাহনে অভিযান চালিয়ে ৩৯ মামলায় সাড়ে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে। বিআরটিএর পৃথক ৪টি ভ্রাম্যমান আদালত এ দন্ড দেন।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে শ্যামলী রিং রোড এলাকায় ১০ মামলায় ২৩ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে রামপুরা এলাকায় ১০ মামলায় ১৩ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে আজিমপুর এলাকায় ৮ মামলায় সাড়ে ১৭ হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ এলাকায় ১১ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের অধীনে এ মামলা ও জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ