Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এ মনিহার আমায় নাহি সাজে’ - শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ৪:১১ পিএম | আপডেট : ৬:৪৭ পিএম, ২১ জুলাই, ২০১৮

বাংলাদেশের উন্নয়ন, অর্জন আর অগ্রগতির জন্য সংবর্ধনার আয়োজনে এসে শেখ হাসিনা বললেন, তিনি এর যোগ্য নন। এই সংবর্ধনার কামনাও নেই।

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। আর এক ঘণ্টা নানা আনুষ্ঠানিকতার পর শুরু করেন বক্তব্য।

অবশ্য বেলা দুইটা থেকেই সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। আর বঙ্গবন্ধু কন্যা আসার পর তাকে নিয়ে গান পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ।

এরপর ‘আমার প্রিয় বাংলাদেশ’ শিরোনামে গীতিনাট্য পরিবেশন করা হয়। হয় আবৃত্তি আর নৃত্য পরিবেশনা।


পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মাননাপত্র পড়ে শোনান এবং পরে তা শেখ হাসিনার হাতে তুলে দেন।


বক্তব্য দিতে এসে শেখ হাসিনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কলি উল্লেখ করে বলেন, ‘এ মণিহার আমার নাজি সাজে।’

‘আমার সংবর্ধনার প্রয়োজন নেই। আমি জনগণের সেবক, জনগণের জন্য কাজ করতে চাই।’

 

‘জনগণ কতটুকু পেল এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই।’


বাংলার মানুষ যেন অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা বাসস্থান নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কথা তুলে ধরে তার বন্যা বলেন, ‘জাতির পিতার নেই স্বপ্নই আমার উদ্দেশ্য।’

 

শনিবার সকাল থেকেই রাজধানী এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে গোটা এলাকা।

 

এই আয়োজনের কারণে আজ দুপুর থেকেই রাজধানীর একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

 

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় শেখ হাসিনাকে এই সংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ।



 

Show all comments
  • করিম ২১ জুলাই, ২০১৮, ১১:২৪ পিএম says : 0
    আপনার সাথে আমিও একমত ৷ অনেক দিন পরে হলেও সত্য কথাটাই বলেদিলেন ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ