পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
যুক্তরাজ্যের ফার্নবোরোতে বিশ্বের সর্ববৃহৎ এয়ার শো-তে নজর কাড়লো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘আকাশবীণা’। বোয়িং তৈরি চতুর্থ প্রজন্মের এ সর্বাধুনিক উড়োজাহাজটি ফার্নবোরো এয়ার শো-তে প্রদর্শিত হয়। শো-তে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও জনসাধারণ উড়োজাহাজটি দেখার সুযোগ পান। যুক্তরাজ্যে প্রতি দুই বছর অন্তর জুলাইয়ে অনুষ্ঠিত হয় এই ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো। এ বছর ১৬-২২ জুলাই এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে । উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের উড়োজাহাজ শো-তে প্রর্দশন করে ।
বোয়িংয়ের প্রোডাক্ট মার্কেটিং (কমার্শিয়াল এয়ারলাইন্স) বিভাগের ব্যবস্থাপনা পরিচালক জেমস ফ্রিটাস বলেন, বিমান ও বোয়িং এর মধ্যে ব্যবসায়ীক অংশীদারত্ব রয়েছে । বিমান তার বহরে আধুনিক উড়োজাহাজ যুক্ত করছে, বোয়িং সে কাজে বিমানে সহায়তা করছে । এয়ার শো-তে বিমানের জন্য নির্মিত উড়োজাহাজটি প্রর্দশন করা হয়েছে । এটি দুটি প্রতিষ্ঠানের জন্য অনন্য মাইলফলক । বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর, ২০১৮ ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ড্রিমলাইনার বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে । অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ও ওয়াই-ফাই সুবিধা পাবেন যাত্রীরা ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।