পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম থেকে উড্ডয়নের সময় ইউএস বাংলার একটি ফ্লাইটের সামনের চাকা পাংচার হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে উড্ডয়নের সময়ে পাইলট বিমানের সামনের চাকা পাংচার হওয়ার খবর পায়। তিনি সাথে সাথে চট্টগ্রাম কন্ট্রোল রুমে বিষয়টি অবগত করেন। চট্টগ্রামে কোনো জরুরি অবতরণের ব্যবস্থা না থাকায় তিনি ঢাকার উদ্দ্যেশ্যে রওনা করেন। পরে ঢাকার কন্ট্রোল রুমকে বিষয়টি জানালে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও পাইলটের দক্ষতায় ফ্লাইটি ৭৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।