Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ছাত্রলীগ এখন একটা গালি’

ঢাবিতে শিক্ষক সমাবেশে বক্তারা : ২৩ জুলাই নিপীড়নবিরোধী সাংস্কৃতিক সমাবেশ

বিশ^বিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

৬৯-এর গণ-অভ্যুত্থানে আমি ছাত্রলীগের কর্মী হিসেবে তাতে অংশ নিয়েছি। তখন ছাত্রলীগের তকমা গায়ে লাগিয়ে আমি গর্বিত হয়েছি। আর এখন ছাত্রলীগ একটা গালি। গতকাল ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শিক্ষক সংহতি সমাবেশে একথা বলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরিন ওয়াদুদ।
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও হয়রানী বন্ধ করা সহ শিক্ষক লাঞ্ছনাকারী ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এ সমাবেশ করেন নিপীড়নবিরোধী শিক্ষকেরা। এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষক অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে অধ্যাপক নাসরীন বলেন, স¤প্রতি আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা ও শিক্ষকের নামের ফলকের ওপর কালি দিয়েছে ছাত্রলীগ। এ বিষয়ে উপাচার্য ও প্রক্টরকে চিঠি দিয়েছি। তিনি বলেন বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হওয়ার যোগ্য নয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী যদি আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে এক ঘন্টা সময় নিয়ে কথা বলতেন তাহলেই বুঝতে পারতেন কেন এই আন্দোলন হচ্ছে, কিংবা শিক্ষকদের সাথেও যদি কথা বলতেন তাহলেও বুঝতেন। তিনি ছাত্রলীগেন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ছাত্রলীগ এমন একটা অবস্থা তৈরী করেছে যে ২০১৮ তে দাড়িয়েও আমাদের স্বৈরাচারী আইয়ুব খানের দশকের এনএসএফের কথা মনে পড়ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আকমল হোসেন বলেন, আইয়ুব খানের ছাত্র সংগঠন এনএসএফ ও বর্তমান ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের এরকম হামলা করতো না। বর্তমান ছাত্রলীগ তার থেকেও ভয়াবহ।
ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল বলেন, স্বৈরাচার সরকারেও লজ্জা থাকে, এই সরকারের সেটিও নেই। আমরা নাগরিক নই, প্রজায় পরিণত হয়েছি। তা না হলে এত বড় বড় অন্যায়ের প্রতিবাদ করছি না কেন? তিনি আরো বলেন, হিটলার কমিউনিস্টদের বেকায়দায় ফেলতে নিজেই পার্লামেন্টে আগুন লাগিয়েছিল। এখানেও ভিসির বাসায় হামলায় সেটি করা হতে পারে। একই সাথে তিনি বিশ^বিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সাথে কথা বলারও পরামর্শ দেন। এবং ঢাবি প্রক্টরের উদ্দেশ্যে বলেন, ‘আপনি ছাত্রলীগের কর্মী ছিলেন সে কথা ভুলে গিয়ে আপনার দায়িত্ব পালন করুন।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছেন। এর থেকে প্রতিকার পেতে হলে হল গুলোতে দ্বৈত শাসনে অবসান করতে হবে। সেই সাতে বিশ^বিদ্যালয়ে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়কে মুক্তির আস্বাদ দেয়ার কথা, সেই বিশ্ববিদ্যালয়কে কারাগার বানিয়ে ফেলা হচ্ছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, কোটা সংস্কার এর জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে। সেই হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে গেল শিক্ষকদেরও নানা রকম অপবাদ দেয়া হচ্ছে। আমাদের বলা হচ্ছে, আমরা নাকি উসকানি দিচ্ছিÑএটা অত্যন্ত মিথ্যা কথা। আমরা চাই শিক্ষার পরিবেশ ফিরে আসুক। আমরা সরে যাব না। যতক্ষণ সাধারণের ওপর নিপীড়ন চলবে, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াব।
সমাবেশ শেষ কর্মসূচি ঘোষণা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করতে হবে, আক্রান্ত শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে, ভয় দেখানো ও হয়রানি বন্ধ করতে হবে, শিক্ষকদের সম্মানজনক শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের কার্যক্রম চালু করতে হবে।
সমাবেশ থেকে আগামী ২৩ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় বেলা ১১টায় থেকে দিনব্যাপী নিপীড়নবিরোধী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।
সমাবেশে সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূইয়া সহ বুয়েট, জাহাঙ্গীর নগর ও অন্যান্য বিশ^বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষক। সমাবেশে শিক্ষকদের পাশাপাশি বিশ^বিদ্যালয়ের বভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। সমাবেশ শেষ করে একটি মৌন মিছিল কলাভবন-ডাকসু ভবন প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।



 

Show all comments
  • Emdadul Haque ২০ জুলাই, ২০১৮, ২:৫২ এএম says : 1
    BCL has crossed all limits!
    Total Reply(0) Reply
  • Tanvir Ahmed Khan ২০ জুলাই, ২০১৮, ২:৫৩ এএম says : 2
    ছাত্রলীগের জন্য সাধারন ছাত্রছাত্রীদের ভুগান্তির শিকার হতে হচ্ছে। কেন জানি আজকাল মনে হয় কোনো সুস্থ মানুষ ছাত্রলীগ করে না!
    Total Reply(0) Reply
  • Abdur Rahman ২০ জুলাই, ২০১৮, ২:৫৪ এএম says : 2
    সময় এবং প্রকৃতি ভালো প্রতিশোধ নিতে জানে! আল্লাহর হাত থেকে কেউই রেহাই পাবে না।
    Total Reply(1) Reply
    • Md ২৩ জুলাই, ২০১৮, ৮:০২ এএম says : 4
      Ha satro lig holo sokarer whait ulf .oder dara sorkar o dogso hobe .
  • Ahad Farhan ২০ জুলাই, ২০১৮, ২:৫৫ এএম says : 1
    BCL just shadow.....The people behind this shadow is so powerful.
    Total Reply(0) Reply
  • Toufik Ahmed Himel ২০ জুলাই, ২০১৮, ২:৫৬ এএম says : 1
    এই কথা আওয়ামীলীগের জন্য লজ্জার। এখনই এই ছাত্রলীগকে সঠিক পথে নিয়ে আসা উচিৎ তাদের।
    Total Reply(0) Reply
  • Tiya Barua ২০ জুলাই, ২০১৮, ২:৫৭ এএম says : 1
    আওয়ামী লীগ সরকার দেশ শাসন করছেন আর ছাত্রলীগ সমস্ত শিক্ষাপ্রতিষ্টান শোষন করছেন!
    Total Reply(0) Reply
  • ২০ জুলাই, ২০১৮, ৮:০১ এএম says : 0
    satrolig akon ar kono bebagban lok korena
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২০ জুলাই, ২০১৮, ৪:০০ পিএম says : 0
    This satrolig is no more student organization,it’s now a days one of the ......... organization as like ............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ