Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনায় গরমিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নরকে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম


বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনার বিষয়ে শুল্ক গোয়েন্দাদের গোপনীয় প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হওয়া ও বিভিন্ন মহলের বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টির দ্রæত সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গণভবনে তলব করে এ নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানিয়েছে। তবে এ বৈঠকে এনবিআর এর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। গণ্যমাধ্যমে এনবিআর সদস্য উপস্থিত ছিলেন বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এনবিআর এর সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালিপদ হালদার বলেন, আমি সকাল থেকে এনবিআর কার্যালয়ে অফিস করছি। সন্ধ্যা পর্যন্ত অফিসে ছিলাম। এনবিআর এর কোনো সদস্যও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাননি।
বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনার হিসাব ও ওজনে গরমিল নিয়ে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া প্রতিবেদন নিয়ে বিভিন্ন গণমাধ্যম সমালোচনামূলক সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিষয়টির দ্রæত সমাধানে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে গণভবনে তলব করেন। সকাল ১১টার দিকে এ বৈঠক শুরু হয়ে আধাঘণ্টাব্যাপি হয়। বৈঠকে গর্ভণরের বক্তব্য শোনেন এবং এই বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা মিডিয়ার সামনে তুলে ধরার নির্দেশ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনার ওজনে ও পরিমাণে গরমিলের অভিযোগ এনে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া একটি গোপন প্রতিবেদন স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ