পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হজরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে দুই নম্বর টার্মিনালের দোতালার ইমিগ্রেশনের কাছে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বড় ধরণের কোন অগ্নিকান্ডের ঘটনা নয়। দোতালার ইমিগ্রেশনের কাছ থেকে অনেক বেশি ধোয়া বের হচ্ছিল যা ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহত বা ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেনি। এ ছাড়া কোন ধরণের বিলম্ব ছাড়াই ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
**************
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।