পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ সকল ক্ষমতার মূল, আমাদের রাজনীতি শুধু মানুষের জন্য, আমার লক্ষ্য দেশের জনগণকে ভালো অবস্থায় রাখা। আমাদের তাদের সব ধরনের কল্যাণ নিশ্চিত করতে হবে।’
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে এসএসএফের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জনগণ থেকে আলাদা না করতে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করি। যাদের জন্য রাজনীতি করি, যদি সেই জনগণের কাছ থেকে আমি আলাদা হয়ে যাই, তাহলে জীবন অর্থহীন হয়ে যাবে।’
তিনি এসএসএফ কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন, যাতে সাধারণ মানুষের সঙ্গে আমার যোগাযোগ ব্যাহত না হয়। কারণ, গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জনসাধারণের প্রতিনিধি হিসেবে প্রতি পাঁচ বছর পর আমাদের তাদের কাছে যেতে হয়। জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারা সতর্ক থাকুন যাতে আমরা জনসাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ চালিয়ে যেতে পারি।’ এক্ষেত্রে তিনি এসএসএফ কর্মীদের তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখার অনুরোধ জানান।
তিনি এসএসএফ সদস্যদের জনগণের আকাঙ্খা এবং তাদের দায়িত্বের মধ্যে সমন্বয় সাধনেরও আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়া তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।