Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লর্ড কারলাইলকে ঢুকতে না দেয়া ভারতের বিষয় সাংবাদিকদের ওবায়দুল কাদের

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে ভারত সরকার তাদের দেশে ঢোকার অনুমতি তারা দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার। এটা আমাদের ব্যাপার নয়।
গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন সড়কের উন্নয়নমূলক কাজ দেখতে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই- ভারতে কে আসবে কে আসবে না, এটা আমাদের ব্যাপার নয়। ভারতে যেতে কার অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়ম কানুনের বিষয়। ভারতের নিজেদের সিদ্ধান্ত।
তিনি বলেন, ভারতের ফরেইন অফিস থেকে বলা হয়েছে, তার (কারলাইল) প্রয়োজনীয় ডকুমেন্টে ঘাটতি রয়েছে। ঘাটতি থাকার কারণে আইনজীবী লর্ড কারলাইলেক অনুমতি দেওয়া হয়নি। এ অনুমতির ব্যাপারটা সম্পূর্ণভাবে ভারত সরকারের। এখানে বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা বা বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততাই নাই।
ওবায়দুল কাদের বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাংলাদেশ সরকার কেন ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে। এটা যদি বাংলাদেশের বিষয় হতো তাহলে কি ভারত ইন্টারফেয়ার করতো? তাহলে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কেন নাক গলাতে যাব। এখানে আমাদের নাক গলানোর কোনো বিষয় নাই। এটা সম্পূর্ণভাবে ভারতের ইন্টারনাল (অভ্যন্তরীণ) ব্যাপার।
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো হস্থক্ষেপ করা হবে না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। ইলেকশন নিয়ে যেসব অপপ্রচার হচ্ছে তার বাস্তবতা, যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‹আওয়ামী লীগের সেক্রেটারি হয়েও আমি কোনো নির্বাচনী এলাকায় কখনো যাই নাই। এখন বিএনপি লেভেলিং প্লেয়িং ফিল্ডের কথা বলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবও যেতে পারেন, অথচ আমরা যেতে পারি না। আমরা গত খুলনা ও গাজীপুরে সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করিনি। আমরা আশ্বস্ত করতে চাই, স্বাধীন নিরপেক্ষ কর্তৃত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নিয়ম কানুন আচরণবিধি রয়েছে, আমরা সরকারি দলের প্রতিনিধিরা সব মেনে চলবো।
সড়কের উন্নয়নকাজ পরিদর্শন তার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার প্রস্তুতিমূলক পরিদর্শন একথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা ঈদ প্রস্তুতি শুরু করলাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এটা প্রস্তুতিমূলক পরিদর্শন। এই লাইনটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ঢাকা-গাজীপুর, গাজীপুর-টাঙ্গাইল রুটে সমস্যা হয়। তবে রমজানের ঈদের সময় যাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। আমার বিশ্বাস, এবার ঈদে গতবারের ঈদের চেয়ে যাত্রাটা আরো সহজ হবে, স্বস্তিদায়ক হবে।
মন্ত্রী বলেন, রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে ফোরলেনে যাতায়াত অনেক সুবিধাজনক হবে। গাড়ি গতিও ভালো পাবে। এবার ঈদে ২৩টি নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করবে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সড়ক বিভাগের প্রকৌশলী মারুফ হোসেন, কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম প্রমুখ।####



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৪ জুলাই, ২০১৮, ১২:৪৯ এএম says : 0
    বরষা কাল পানিতে তৈ তৈ। বন্যা আর বন্যা অশান্তি আর অশান্তি। হৈ চৈ।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ১৪ জুলাই, ২০১৮, ৯:২১ এএম says : 0
    Eaita shothik,kinto onarar shoforke bondo korar jonno r. T.h imam ki barta nia varot shofor koresen?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ