Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলকে সংগঠিত করুন, মানুষের দ্বারে দ্বারে যান -প্রধানমন্ত্রী

বাসস | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ৫:৩৩ পিএম | আপডেট : ১২:০৪ এএম, ৮ জুলাই, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আগামী সাধারণ নির্বাচনের জন্য ভোট চাইতে এখন থেকেই মানুষের দ্বারে দ্বারে যাওয়ার আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক দল যারা দেশের মানুষের কথা চিন্তা করে তাদের কল্যাণের জন্য কাজ করে। মানুষ কিন্তু ভুলে যায় এ জন্য আমাদের উন্নয়ন দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে, তাদের বোঝাতে হবে, তাদের কাছে বারবার যেতে হবে।’
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার তৃতীয় পর্যায়ে প্রদত্ত ভাষণে এ কথা বলেন।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাগত বক্তৃতা করেন। দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ শোক প্রস্তাব পাঠ করেন। দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের উন্নতি হয়। গ্রামের অর্থনীতি আজ উন্নত হয়েছে এবং জনগণের আয় বাড়ায় তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে, ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করতে পারছে- এ কথাগুলো সবাইকে বলতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ব্যতীত কোন রাজনৈতিক দলই দেশের দরিদ্র মেহেনতী জনগণের জন্য কিছু করেনি।
দেশের মানুষের দোড়গোঁড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়ায় তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটা মানুষও আর ক্ষুধায় কষ্ট পাবে না, একটা মানুষও আর গৃহহীন থাকবে না, সকলেই প্রয়োজনীয় শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাবে।
‘জনগণের কাছে গিয়ে আওয়ামী লীগের নতা-কর্মীদের ভোট চাইতে হবে। যাতে তারা অতীতের মতো আবারো আওয়ামী লীগকে ভোট দেয়’Ñ বলেন প্রধানমন্ত্রী।
দল এবং সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ মতভেদ এবং দ্বন্দ এখনই মিটিয়ে ফেলার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনাদের মনে রাখতে হবে আগামীর নির্বাচন অতীতের যেকোন সময়ের চাইতেই কঠিন হবে।
‘কোন আসন নিয়ে অমনোযোগী হবার সুযোগ নেই, কোন আসন নিয়ে অমনোযোগী হবার মানেই হবে সে আসনে পরাজয়, যার কারণে আমাদের সরকার গঠনের সুযোগ ব্যর্থ হয়ে যেতে পারে, বলেন তিনি।
তাঁর সরকারের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ টেনে এনে এ সময় প্রধানমন্ত্রী বলেন, মনে রাখবেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে না পারে তাহলে এই বিচার বন্ধ হয়ে যেতে পারে।
‘তারা (বিএনপি-জামায়াত) আবার মানুষের ওপর, তাদের জানমালের ওপর আক্রমণ শুরু করে দেবে, দারিদ্র্য বাড়িয়ে শিক্ষার হার কমিয়ে ফেলবে, সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচি, উন্নয়ন কর্মকান্ড সব বন্ধ করে দেবে, অতীতে যেমনটি করেছিল’Ñ বলেন তিনি।
সরকার প্রধান বলেন, ‘কাজেই আপনাদের শুধু আওয়ামী লীগকেই নয়, এর সহযোগী সংগঠনগুলোকেও শক্তিশালী করে তুলতে হবে।’



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৭ জুলাই, ২০১৮, ১১:১২ পিএম says : 0
    এখানে প্রধানমন্ত্রী তার দলের তৃণমূল নেতাদেরকে পূর্বের মত নির্বাচনে কয়কটি ভাগ হয়ে দলের বিপক্ষে যেতে নিষেধ করলেন। আমি মনে করি নেত্রী এই পরামর্শ অক্ষরে অক্ষরে তৃণমূল নেতারা মেনে নিবে এতে সন্দেহের কোন অভাব নেই। তবে আমি গ্রামের ভিলেজ পলেটেশিনদের দূরত্ব সম্পর্কে জানি এনারা জামাত বিএনপির কালোটাকা পকেট করে গ্রামের সহজ সরল মানুষ গুলোরে বেকায়দায় ফেলবে এটাই সত্য। এখন যদি যার এই সম্মেলনে এসেছিলেন তারা যদি গ্রামে ফিরে সঠিক ভাবে নেত্রীকে প্রকাশ করতে পারে তাহলে হয়ত আশার আলো জ্বলতেও পারে আল্লাহ্‌র রহমতে। এখন এটা তৃণমূল কর্মীরা কতটা মানবে সেটাই হচ্ছে কথা। তবে নেত্রী হাসিনা যে উগ্যোগ নিয়েছেন মানে তিনি একবছর আগেই সাংসদ প্রার্থীদেরকে মাঠে নামিয়ে তাদের সম্পর্কে জানতে শুরু করেছেন এবং এই জানাটা যদি সঠিক ভাবে জানা হয় এবং সেইভাবে নমিনেশন দেয়া হয় তাহলে নৌকাকে হারানোর কোন প্রশ্নই আসবেনা ইনশ’আল্লাহ। কাজেই আমাদেরকে এখন দেখতে হবে নেত্রী হাসিনা মনোনয়নের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কিনা... এরই উপর নির্ভর করবে নৌকার জয় পরাজয় এটাই সত্য তাই না?? কাজেই এখন পর্যন্ত যেভাবে দল এগিয়ে যাচ্ছে তাতে নৌকা জয়ী হবে ইনশ’আল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ