পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিশুদের খেলাধুলা-শরীর চর্চার প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাচ্চাদের ফ্ল্যাটে বসিয়ে ফার্মের মুরগির মতো বড় না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (০৭ জুলাই) সকালে মতিঝিল সরকারি কলোনিতে নবনির্মিত বহুতল আবাসিক ভবন উদ্বোধনকালে আবাসিক এলাকায় মাঠ রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাচ্চারা ফ্ল্যাটে বসে থাকবে না। তারা মাঠে খেলাধুলা করবে। বাচ্চারা যেন ফার্মের মুরগির মতো বড় না হয়।
নতুন ভবনের উদ্বোধন করার পর সেখানকার পুরনো জরাজীর্ণ ভবন ভেঙে মাঠ তৈরির নির্দেশনা দেন তিনি।
মতিঝিল সরকারি কলোনিতে বহুতল আবাসিক ভবন উদ্বোধনের পর আজিমপুর সরকারি কলোনিতেও বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আজিমপুরে আবাসিক ভবন উদ্বোধনকালেও প্রধানমন্ত্রী শিশুদের জন্য খেলার মাঠ, বড়দের জন্য হাঁটার জায়গা এবং জলাশয় রাখার তাগিদ দেন।
মতিঝিলে সরকারি কর্মচারীদের ৪টি ২০তলা ভবনে ৫৩২টি ফ্ল্যাট তৈরি হয়েছে। এছাড়া মতিঝিলে তিনটি জোনে ভাগ করে সরকারি কর্মকর্তাদের জন্য ৯ হাজার ফ্ল্যাট তৈরি হবে ক্রমান্বয়ে।
সরকারি কর্মচারীদের জন্য ৪০ শতাংশ আবাসন সুবিধা নিশ্চিতের অংশ হিসেবে মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনিতে প্রথম দফায় ৯৮৮টি ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। এর মধ্যে মতিঝিলে ৪টি ২০তলা ভবনে ৫৩২ এবং আজিমপুরে ৬টি ২০তলা ভবনে ৪৫৬ ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। মতিঝিলে ব্যয় ২২১ কোটি ৮৪ লাখ টাকা এবং আজিমপুরে ২৭৫ কোটি টাকা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরো ১৭টি ২০তলা ভবন নির্মাণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।