Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপালী ব্যাংক সিবিএ অফিস দখলমুক্ত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

 দীর্ঘদিন ধরে কয়েকজন বহি:স্কৃত কর্মচারী রূপালী ব্যাংকের সিবিএ অফিস দখল করে রেখেছিল। অবশেষে জাতীয় শ্রমিক লীগের হস্তক্ষেপে দখলমুক্ত হয়েছে অফিসটি। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সাম্পাদক মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে শ্রমিক লীগের প্রচার সম্পাদক কে এম আজম খসরু, মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্যা উপস্থিত থেকে সিবিএ অফিস দখল মুক্ত করেন। এ সময় তারা কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। কাবিল-মোস্তাকসহ কিছু উচ্ছৃংখল লোক দখল করে রেখেছিল ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মচারী ইউনিয়নের নির্ধারিত অফিসটি। ২০১৬ সালের ৫ ডিসেম্বর স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং শৃংখলা ভঙ্গের দায়ে রূপালী ব্যাংকের তৎকালীন সিবিএ নামধারী মোঃ মোস্তাক হোসেন এবং মোঃ কাবিল হোসেন কাজীসহ কতিপয় কর্মচারীকে চাকুরীচ্যুত করা হয়। ফলে ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকারও খর্ব হয়। সাথে সাথে তাদের দ্বারা গঠিত কমিটিও অবৈধ হয়ে যায়। তারপরও গত বছরের ৯ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট একটি নামসর্বস্ব কমিটি গঠন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপালী ব্যাংক

১৯ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২
৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ