পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খালেদা ভিলা’ ২৫টি পরিবারের মধ্যে ২৬ জন সদস্য জন্ডিসে (হেপাটাইটিস-ই) আক্রান্ত। বাড়ির পানির ট্যাঙ্ক ও ওয়াসার রিজার্ভার দুটোরই মুখ খোলা। ভেতরে মরা ব্যাঙ, টিকটিকি, তেলাপোকা ভাসছে। গতকাল (রোববার) বন্দরনগরীর হালিশহর ফইল্যাতলী বাজার সংলগ্ন কাস্টমস একাডেমি এলাকায় ওই ভবনে গিয়ে এমন দৃশ্য দেখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী। তাৎক্ষণিক তিনি দু’টি পানির রিজার্ভার পরিষ্কারের নির্দেশ দেন। ভবন থেকে বের হয়ে পাশের নালায় যান সিভিল সার্জন। দেখেন জোয়ার আর বৃষ্টির পানি মিলে মিশে একাকার, নালায় ওয়াসার পাইপ লাইনে লিকেজ। ফলে খাবার পানিতে মিশছে নর্দমার পানি।
বন্দরনগরীর বৃহত্তর হালিশহর থেকে শুরু করে আগ্রাবাদসহ বিশাল এলাকাজুড়ে ঘরে ঘরে জন্ডিসের প্রাদুর্ভাবের মূলেই রয়েছে দূষিত পানি। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে জন্ডিস। আক্রান্তের সংখ্যা কেবলই বাড়ছে। স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ টিম প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ওয়াসার পাইপ লাইনে ফুটো হওয়া, বাড়ির পানির ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার না করা এবং পানির রিজার্ভ ট্যাঙ্কে জোয়ারের সাথে ময়লা-আবর্জনা ঢুকে যাওয়ায় পানিবাহিত এ রোগ ছড়িয়ে পড়েছে।
তবে স্থানীয়রা বলছেন, এ সংখ্যা বাস্তবে আরও কয়েকগুণ বেশি। যারা হাসপাতাল বা চিকিৎসকদের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করিয়েছেন তারাই জন্ডিস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন। অনেকে বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কেউ আবার নিজেদের মতো করে ফার্মেসী থেকে ওষুধ কিনে খাচ্ছেন। বিশেষ করে বস্তি ও দরিদ্র এলাকার লোকজন চিকিৎসা সেবা থেকে দূরে রয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে হালিশহরের মতো গতকাল নগরীর আগ্রাবাদেও আরও একটি মেডিকেল ক্যাম্প চালু হয়েছে। এসব ক্যাম্পে বিনামূল্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরস্যালাইন দেয়া হচ্ছে।
সিভিল সার্জন জানান, হালিশহরে জন্ডিস আক্রান্ত ৫ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল নতুন করে ১২০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত জন্ডিস আক্রান্তের সংখ্যা ৭৪৯ জনে দাঁড়িয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
ঢাকার রোগতত্ত¡-রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিরা হালিশহরে এলাকার ৩১ জন বাসিন্দার শরীরে হেপাটাইসিস-ই ভাইরাস (জন্ডিসের জীবাণু) শনাক্ত করেন। তারা আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। সিভিল সার্জন জানান, গতকালও বিশেষজ্ঞ টিম হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহ করেন। বেশিরভাগ রোগীর শরীরে হেপাটাইটিস-ই ভাইরাস পাওয়া যাচ্ছে। ওইসব এলাকা থেকে সংগৃহীত পানির নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
এদিকে ওয়াসার পক্ষ থেকে কোথাও পাইপ লাইনে লিকেজ থাকলে তা তাৎক্ষণিক জানানোর পরামর্শ দেয়া হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে ওইসব এলাকার পানির পাইপ লাইন মেরামতের কাজ শুরু করেছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।