পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোববার (১ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে বাংলাদেশ সফরে এসেছেন তারা। সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিমকে স্বাগত জানান শেখ হাসিনা। এই দুই সংস্থার প্রধান কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (২ জুলাই) কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরিদর্শন করবেন বিশ্বব্যাংক ও জাতিসংঘ প্রধান।
রোহিঙ্গাদের দুদর্শা পর্যবেক্ষণ করতে গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের জানান, তিনি রোহিঙ্গা শরণার্থীদের ও তাদের আশ্রয় দেয়া বাংলাদেশি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।