পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় নমিনেশেন পেতে প্রতিযোগিতায় নামা থেকে বিরত থাকার আহবানব জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবার নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে চিরতরে বহিস্কার করা হবে। মনোনয়ন নিয়ে অশুভ প্রতিযোগিতায় নামবেন না। এর ফলাফল শুভ হবে না। গতকাল গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে দেশে কোনো দলের শক্তি নেই নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে।
সভার দ্বিতীয় পর্যায়ে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অ্ওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন। ওবায়দুল কাদের বলেন, খুলনা ও গাজীপুরের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে জাতীয় সংসদ নির্বাচনে। যারা মনোনয়ন পাবেন তাদের সবার এসিআর শেখ হাসিনার কাছে জমা আছে। এইএসিআর অনুযায়ী মনোনয়ন দেয়া হবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।