পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল যেন না হয় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, দল নিয়ে বা দলের প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে নিয়ে সমালোচনা বন্ধ করে প্রার্থী যেই হোক নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভায় তিনি এসব নির্দেশনা দেন। তাঁর এই বক্তৃতা বিটিভিসহ বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।
শেখ হাসিনা বলেন, দলের উচ্চপর্যায়ের নেতারা মাঝেমধ্যে ভুল করলেও তৃণমূল নেতারা কখনও ভুল করে না। যে সমস্ত ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল আছে তা মিটিয়ে ফেলতে হবে। যুদ্ধাপরাধী, জঙ্গী, দুর্নীতিবাজ, পুরিয়ে মানুষ হত্যকারী, মানি লন্ডারিংকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। স্বজন হারানোর বেদনা স্মরণ করে আওয়ামী লীগকে নিজের পরিবার হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মূলত একটি পরিবার। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমার একমাত্র স্বপ্ন। আর আপনারা হচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগর। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্বাচন উপলক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করে যাবার আহŸান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। কাজেই এই দলকে আরো শক্তিশালী করতে হবে। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, আমরা কি করেছি এবং কি করতে চাচ্ছি তা জনগণের সামনে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে।
তৃর্ণমূল নেতাকর্মীদের জন্যই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা ক্ষমতায় আসতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, জাতির পিতা এ দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। দেশের মানুষের কল্যাণে অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। মানুষ দল ত্যাগ করে মন্ত্রিত্বের জন্য, কিন্তু জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়ে দলকে গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন মানুষকে ভালোবেসে। তার আদর্শে গড়ে ওঠে দেশের কল্যাণে আপনাদেরও কাজ করতে হবে।
শেখ হাসিনা বলেন, নৌকা মার্কার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। তাই, নৌকা মার্কার কথা মানুষকে বলতে হবে। জাতির পিতা এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নৌকা মার্কা ভাষার অধিকার দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে না পারলেও নিজেদের ভাগ্য পরিবর্তন হয়েছে। যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছে। ওরা ক্ষমতায় গিয়ে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ছাড়া তারা কিছুই দিতে পারেনি। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, আমাদের কারো কাছে সাহায্যের জন্য বসে থাকলে চলবেনা। আমরা আমাদের সীমিত সম্পদের মাধ্যমে দেশকে গড়ে তুলবো।
গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ বর্ধিত সভার আজ ছিল দ্বিতীয় পর্যায়। সভায় রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলর এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। অন্য বিভাগগুলোর তৃণমূল নেতৃবৃন্দকে নিয়ে এই বিশেষ বর্ধিত সভা আগামী ৭ জুলাই গণভবনে অনুষ্ঠিত হবে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় স্বাগত বক্তৃতা করেন। দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সভা পরিচালনা করেন। সভার শুরুতেই পার্টির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোহবান গোলাপ শোক প্রস্তাব পাঠ করেন। এ সময় দলের উপদেষ্টামÐলীর সদস্য ও সিনির নেতারা উপস্থিত ছিলেন।
গাজীপুর নির্বাচন দলকে ভবিষ্যতে বিজয়ী হওয়ার পথ দেখাবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হবার পথ দেখাবে। এই বিজয়ে এটাই প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, যদি আওয়ামী লীগ কোন কিছু অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন কেউ তাকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না। গতকাল শনিবার গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও কমিশনাররা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
সাক্ষাৎকালে মেয়র জাহাঙ্গীর আলম নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী এ সময় নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।